চাটমোহরের হান্ডিয়াল আঞ্চলিক সড়কের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার,শুধুই আশ্বাস, জনদুর্ভোগ চরমে

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ফাইল ছবি

76

চাটমোহর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ হান্ডিয়াল-চাটমোহর আঞ্চলিক সড়ক সংস্কারের কাজ ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান গা-ঢাকা দিয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ এখন চরমে উঠেছে। ধুলাবালি, খানাখন্দ, গর্ত ও কাদা-পানিতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে হাজারও মানুষ।

এই সড়কটি হান্ডিয়াল থেকে চাটমোহর উপজেলা শহরে প্রবেশের একমাত্র বিকল্প পথ। প্রতিদিন অন্তত ১০০ থেকে ১৫০ গ্রামের মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। এছাড়া পাবনা, নাটোর, সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার সাথেও যোগাযোগের অন্যতম প্রধান সড়ক এটি।

২০২৪ সালের শেষের দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। ঠিকাদারি কাজও শুরু হয় প্রাথমিকভাবে, কিন্তু অল্প কিছুদিন পরই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, কাজের গুণগত মান নিয়েও শুরু থেকেই নানা অনিয়ম ও ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল।

এ বিষয়ে চাটমোহর উপজেলার স্থানীয়রা চেতনায় হান্ডিয়াল নামক সেচ্ছসেবী সংগঠনের উদ্যোগে গত ২০২৫ সালের ২ আগস্ট চাটমোহর উপজেলার নয়টি পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা উন্নয়ন চাই, কিন্তু এভাবে বছরের পর বছর সড়ক অচল রেখে জনভোগান্তি বাড়ানো মেনে নেওয়া যায় না।”

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিলেন যে, সেপ্টেম্বর ২৫ তারিখের মধ্যে পুনরায় কাজ শুরু হবে। জানাযায় সচিব সরাসরি ফোনে রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে সেপ্টেম্বরের মধ্যেই কাজ শুরুর আশ্বাস দেন, কিন্তু আজ অক্টোবর মাসের ২০ তারিখ পর্যন্তও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। স্থানীয়দের প্রশ্ন, “প্রতিশ্রুতির পরও কাজ কেন শুরু হচ্ছে না?”

হান্ডিয়াল বাজার এলাকার বাসিন্দা কৃষক গোলাম মোস্তফা  বলেন, “এই রাস্তায় এখন ট্রাক-ভ্যান তো দূরের কথা, মোটরসাইকেলও চলাচল করতে পারে না। প্রতিদিন ধুলাবালি ও গর্তের কারণে দুর্ঘটনা লেগেই আছে।”
অন্যদিকে একজন ব্যবসায়ী জানান, “পণ্য পরিবহনে দ্বিগুণ সময় ও খরচ লাগছে। ক্রেতারা দোকানে আসতে চায় না, সবাই কষ্ট পাচ্ছে।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি নিয়ে সওজ অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা “কাজ শিগগিরই শুরু হবে” বলে আশ্বাস দিলেও বাস্তবে কিছুই ঘটছে না।

ত্রৈমাসিক চলনবিল সময় ও হান্ডিয়াল নিউজ২৪ ডটকমসহ বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন  পত্র পত্রিকায়ও এই বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে কাজ শুরু না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়ে ছিলেন, “সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকাদারকে তলব করে দ্রুত কাজ শুরুর জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি অচিরেই কাজ শুরু হবে।”

তবে ততদিন পর্যন্ত জনভোগান্তির যেন কোনো শেষ নেই। এই সড়ক এখন উন্নয়নের প্রতিশ্রুতির পরিবর্তে অবহেলার প্রতীকে পরিণত হয়েছে।