পাবনার চাটমোহর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম সারওয়ার হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত লটারির মাধ্যমে তাঁকে এই পদে মনোনীত করা হয়। এ লটারিতে সারা দেশের মোট ৫১৭ জন অফিসার ইনচার্জের বদলি চূড়ান্ত করা হয়েছে।
মো. গোলাম সারওয়ার হোসেন চলতি বছরের মার্চ মাসে বড়াইগ্রাম থানায় ওসি হিসেবে যোগ দেন। তার আগে তিনি নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে চাটমোহর থানার বর্তমান ওসি মো. মনজুরুল আলমকে নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবেই চাটমোহর থানার দায়িত্ব গ্রহণ করবেন নবাগত ওসি মো. গোলাম সারওয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়