পাবনার চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক সমকাল এর উপজেলা প্রতিনিধি শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবির আর নেই।
দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার জুমআ’র নামাজ আদায় শেষে বাবার মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল আবির। পথে চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সে।
দুর্ঘটনার পর প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
রাজধানীতে কয়েক দফা অস্ত্রোপচার করানো হলেও জ্ঞান ফেরেনি আবিরের। টানা প্রায় দুই বছর কোমায় থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেল সে।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন, সাংবাদিক মহল এবং চাটমোহর প্রেসক্লাব সদস্যদের মাঝে।
আবিরের জানাজার নামাজ আগামী শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাটমোহর উপজেলার মধ্যশালিকা জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়