ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
“ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৩৬ বছর”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টায় চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এলাকার প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালু রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুনসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীম হাসান মিলন, শাহিন রহমান, ইকবাল কবির রঞ্জু, লতিফ রঞ্জু, বকুল রহমান, তুষার ভট্টাচার্য, ইফতেখার টুটুল, এম.এ. জিন্নাহ, জাহাঙ্গীর আলম আপেল, জাকির ছেলিম, জাহাঙ্গীর আলম মধু, শিমুল বিশ্বাস, বিপ্লব আচার্য, সাইফুল ইসলাম, সোহেল খান, সুদীপ্ত কর্মকারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে চাটমোহর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়