
উত্তরাঞ্চলের জনপদ পাবনা জেলার চাটমোহর উপজেলা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এক জনপদ। এ উপজেলার যে ক’টি স্থাপনা যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে চাটমোহর শাহী মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় সাড়ে চারশত বছরের প্রাচীন এ মসজিদটি মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে।
তিন গম্বুজবিশিষ্ট এই শাহী মসজিদটি পাবনা–ভাঙ্গুড়া মহাসড়কের ভাদুনগর মোড় থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে চাটমোহর পৌর এলাকার মধ্যে উপজেলা পরিষদের পশ্চিম পাশে অবস্থিত। স্থানীয়ভাবে এটি ‘মাসুম খাঁ কাবুলির মসজিদ’ নামেও পরিচিত। বর্তমানে মসজিদটিতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায় করা হয়। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজও মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে।
ইতিহাস পর্যালোচনায় জানা যায়, মোগল সম্রাট আকবরের শাসনামলে প্রখ্যাত সৈয়দ নেতা আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তাঁর সহোদর খাঁন মুহাম্মদ তুর্কি খাঁন ৯৮৯ হিজরি, অর্থাৎ ১৫৮১ খ্রিস্টাব্দে এ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির দৈর্ঘ্য ৬২ ফুট, প্রস্থ ৩০ ফুট এবং গম্বুজসহ উচ্চতা প্রায় ৩০ ফুট। এটি ক্ষুদ্র ও পাতলা জাফরী ইট দিয়ে নির্মিত, যার দেয়ালের প্রস্থ প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি।
মসজিদটির পূর্ব পাশে তিনটি প্রবেশপথ রয়েছে। এসব প্রবেশপথের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিম দেয়ালে নির্মিত হয়েছে তিনটি সুন্দর মিহরাব। কেন্দ্রীয় মিহরাব থেকে দুই পাশের মিহরাবের দিকে বড় সুড়ঙ্গের মতো অলঙ্কৃত নকশা আজও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। দেয়ালের গায়ে প্রাচীন ভাস্কর্য ও নকশা করা কারুকার্য মোগল আমলের স্থাপত্যশিল্পের স্বাক্ষর বহন করছে।
সময় ও প্রাকৃতিক ক্ষয়ের ফলে একসময় মসজিদটির তিনটি গম্বুজ ও ছাদ প্রায় ধ্বংসের মুখে পড়ে। দেয়ালের ইট খসে পড়তে থাকায় প্রাচীন এই নিদর্শন হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন অবস্থায় ১৯৮০’র দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ নিয়ে মসজিদটি সম্পূর্ণভাবে সংস্কার করে। সংস্কারের পর এটি একটি সংরক্ষিত ঐতিহাসিক মসজিদ হিসেবে স্বীকৃতি লাভ করে।
মসজিদের সামনে একসময় মিঠা পানির একটি ইঁদারা ছিল, যা বর্তমানে নষ্ট হয়ে যাওয়ায় এর মুখ ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগে মসজিদটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। নির্মাণ করা হয়েছে প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট, যোগ করা হয়েছে মিনার, ফলে পুরো পরিবেশে এসেছে নতুন মাত্রা ও নান্দনিকতা।
আজও চাটমোহর শাহী মসজিদ তার ঐতিহাসিক সৌন্দর্য ও স্থাপত্যশৈলী দিয়ে মানুষকে মুগ্ধ করে। সম্রাট আকবরের শাসনামলের স্মৃতি বহনকারী প্রায় সাড়ে চারশত বছরের পুরোনো মাসুম খাঁ কাবুলীর এই শাহী মসজিদ দেখতে প্রতিদিনই স্থানীয় দর্শনার্থীর পাশাপাশি দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়