চার-পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন : বাণিজ্য উপদেষ্টা

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

115

আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে না এলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ‘বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমদানির অনুমোদন চেয়ে দুই হাজার ৮০০টি আবেদন করা হয়েছে।’

রোববার (৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন,ম্যাক্সিমাম দুই সপ্তাহ যাবত পেঁয়াজের দামের একটা উল্লম্ফন ঘটেছে। আমরা জিনিসটার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় ২৮০০-র মতো আমদানির আবেদন বর্তমানে আমাদের কাছে আছে। আমরা বাজারের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, তা হলে আমরা এই আমদানি অনুমোদন করে দেব।

কতদিনের মধ্যে এটা করা হবে এ বিষয়ে তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন,আমরা আগামী চার-পাঁচ দিন দেখব। এ সপ্তাহের মধ্যে যদি দেখি যে বাজারের মূল্য যথেষ্ট উন্নতি না ঘটে…।

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম একপর্যায়ে ৩৫-৪০ টাকায় নেমে এসেছিল, যা কৃষকদের জন্য সুখকর ছিল না। এরপর বহুদিন পেঁয়াজের দাম ৬০-৬৫ টাকা ছিল। পেঁয়াজের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ১০ হাজার হাইফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুমের শেষ, হঠাৎ করে ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া ইত্যাদি কারণে দাম বেড়েছে।