চা বিক্রির সময় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

: কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

76

কুড়িগ্রামের রৌমারীতে দোকানে চা বিক্রির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান হোসেন খানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী শহরের টিএনটি মোড়ের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হোসেন খান উপজেলার রৌমারী গ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে রৌমারী থানার ওসি সেলিম মালিক কালবেলাকে বলেন, লকডাউন কর্মসূচি সমর্থন ও প্রস্তুতির এমন গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে টিএনটি মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।