কুমিল্লার চৌদ্দগ্রামে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় শনিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধারসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত গভীরে নিয়মিত টহলের অংশ হিসেবে এসআই (নিঃ) তারেক উদ্দিন আকাশ সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে অবস্থান নেন। ভোর ৩টা ২০ মিনিটের দিকে সন্দেহজনক একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে চালক ও হেলপার দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং কাভার্ডভ্যানটিকেও থানায় নেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-১৮, তারিখ ০৬-০৯-২০২৫)। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এটি আরও জোরদার করা হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়ক ঘেঁষা এ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রায়ই ছোট বড় চালান আসে বিভিন্ন যানবাহনে। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় মাদককারবারিদের আতঙ্কও বৃদ্ধি পেয়েছে।
পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে মাদক প্রবাহ অনেকটাই কমে আসবে এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়