
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিহাদ নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী কলেজ গেট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ (১৮) স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময় জিহাদকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে আটকে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত জিহাদকে দ্রুত টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়