বগুড়া জেলা নাগরিক ঐক্যের উদ্যোগে কেন্দ্রীয় (বড়) জামে মসজিদে বাদ আছর জননেতা মাহমুদুর রহমান মান্নার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। ছাত্র রাজনীতির কিংবদন্তি, কল্যাণ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান জননেতা মাহমুদুর রহমান মান্না ন্যায়, অধিকার ও গণমানুষের রাজনীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে পরিচিত। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন: বগুড়া জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগরসহ সমন্বয়ক টু মামুনুর রশিদ, আনোয়ার হোসেন বাবু, আব্দুর রাজ্জাক, প্রভাষক আমিনুল ইসলাম হেলাল, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, দুদু মিয়া, এবং ছাত্র ঐক্যের নেতা মানিক।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করে জননেতা মান্নার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু ও দেশসেবামূলক নেতৃত্ব অব্যাহত রাখার প্রত্যাশা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়