 
     আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।
আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।
মিছিলটি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ৪টায় রাজধানীর মিরপুর-১ থেকে শুরু হয়ে সরকারি বাঙলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে এনসিপির মিরপুরের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট জায়েদ। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দলটি প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে মিছিল করছে। প্রশাসন এখনো পুরোনো স্বৈরাচারী কাঠামোতেই চলছে, যা দিয়ে জনগণের কল্যাণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে। তাই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন। স্বৈরাচারকে সমর্থনদাতাদের বিচার নিশ্চিত করতে হবে।
এনসিপির নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের ‘পেছনে ফিরে যাওয়া’র রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, যা গণতন্ত্র ও জনগণের স্বার্থের পরিপন্থি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়