প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন শেরেবাংলা নগর পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা। গত ২৫ জুন থেকে মাসব্যাপী এই বৃক্ষমেলা শুরু হয়েছে, চলবে ২৪ জুলাই পর্যন্ত।
এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য স্লোগান হচ্ছে, পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই জাতীয় বৃক্ষমেলায় এবার অংশগ্রহণ করেছে ১১২টি প্রতিষ্ঠান। এর মধ্যে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ বৃক্ষ ও উদ্ভিদ উৎপাদনকারী নার্সারির সংখ্যা ৯২টি, বাকি ২০টি স্টল সরকরি-বেসরকারি পর্যায়ের পরিবেশ-উন্নয়ন বিষয়ক।
নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ নার্সারিগুলোতে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে নানা জাতের বৈচিত্র্যপূর্ণ ফলজ, বনজ ও ফুলের গাছসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। মাসব্যাপী এই বৃক্ষমেলায় ৯৩নং স্টলে ক্রিডেন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলী-জাহান এগ্রোর বর্ণাঢ্য অংশগ্রহণ এক দারুণ বৈচিত্র্যতা এনেছে। নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ বৃক্ষের চারা নিয়ে আলী-জাহান এগ্রোর এই অংশগ্রহণ পুরো বৃক্ষমেলার মধ্যেই এক আলাদা মাত্রার গুরুত্ব তৈরি করেছে। প্রতিদিনই স্টলটিতে বৃক্ষপ্রেমী আগত ক্রেতা ও দর্শক সাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বিভিন্ন জাতের ল্যান্ডস্কেপিং গাছ এ স্টল থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, আলী-জাহান এগ্রোর মাদার প্রতিষ্ঠান ক্রিডেন্স গ্রুপ প্রথম থেকেই নগরীতে সবুজায়নের ব্যাপক বিস্তারে পরিবেশ আন্দোলনের পক্ষে বিস্তৃতভাবে কাজ করে যাচ্ছে। সরকারি-বেসরকারি পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন প্রকল্পের সংগঠনসহ শতাধিক নার্সারির সমন্বয়ে এই বৃক্ষমেলার চারা প্রদর্শনী, বিক্রয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ বিষয়ক প্রাকৃতিক উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় শুধু রাজধানীতেই নয়, দেশব্যাপী সবুজায়নের এক দারুণ আগ্রহ ও আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়