জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শিবগঞ্জে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

: শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

10

বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী (১৮ থেকে ২৪ আগস্ট) কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর রবিবার এক বর্ণাঢ্য মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার জনাব জিয়াউর রহমান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মৎস্য চাষি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “মৎস্য সম্পদ রক্ষা ও টেকসই উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি এ বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, শিবগঞ্জ, বগুড়া। এই আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর কার্যক্রমের আনুষ্ঠানিক সফল সমাপ্তি ঘোষণা করা হয়।