জাপানের উত্তর উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটি এক সপ্তাহ ধরে শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৫৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। শক্তিশালী কম্পনের পর বিভিন্ন স্থানে ৫.৫ ও ৫.০ মাত্রার কম্পনও অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে আওমোরি, ইওয়াতে, হোক্কাইদোর উপকূল, মিয়াগি ও ফুকুশিমার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে টোকিও কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে। তথ্যানুযায়ী, সুনামি ঢেউ দেখা গেছে ইওয়াতে ৭০ সেন্টিমিটার, হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার উচ্চতায়।
ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন, কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন ভূমিকম্প-সংশ্লিষ্ট কি না তা নিশ্চিত হয়নি।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। এখানে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। সূত্র : রয়টার্স, আনাদোলু
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়