কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে তারই দলের স্থানীয় নেতাকর্মীদের বাকবিতণ্ডার চিত্র। ছবি

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোশারফ হোসেনের হাতে থাকা মাইক কেড়ে নিয়েছেন তারই দলের স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে প্রার্থী মুশাররফ হোসেন বক্তব্য রাখার সময় উপস্থিত কিছু কর্মী হঠাৎ মাইক কেড়ে নেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় মিছিলের শেষ পর্যায়ে নেতাকর্মীরা জেলা আমির ও জেলা সেক্রেটারির বিরুদ্ধে স্লোগান দেন এবং মাওলানা মোশাররফ হোসেনের মাইক ছিনিয়ে নেন।
নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা-৭ চান্দিনা আসনের এমপি প্রার্থী মনোনয়নে সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।
সাবেক উপজেলা নেতা সাজিদ আল আমিন সোহাগ বলেন, জেলা নেতৃত্ব টাকা খেয়ে প্রার্থী ঘোষণা এবং রাজনৈতিকভাবে অন্যান্য দলের সঙ্গে বৈঠক করেছে। এ ঘটনায় মিছিলে উত্তেজনা তৈরি হয় এবং নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
সমাবেশে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাওলানা মোশারফ হোসেন কালবেলাকে বলেন,সমাপনী বক্তব্যের সময় দু-একজন বাকবিতণ্ডা করে। এরা দলেরই। সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়। তারা তাদের মতামত জানায় এতটুকুই।