জাতীয়তাবাদী যুবদল জার্মান শাখার কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় রাতে জার্মানের রাজধানী বার্লিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন, জার্মান যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই সভা হয়।
জার্মান যুবদল নেতা মো. আব্দুল হান্নান রুহেলের সভাপতিত্বে এবং একরাম হোসেন ও আবু তাহেরের যৌথ সঞ্চালনায় সভায় জার্মান যুবদলের পক্ষে বক্তব্য রাখেন সোহেল, তারেক, শাহীন, সোহাগ, জামান, মোরশেদ, টিটু মশিউর, মাহমুদুল হাসান, রোহল, মামুন, আমিন, হাসান, সাইদুজামান, মুনাফ, শহীদ, আরিফ, বেলাল, লিটন, জাবেদ, মমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়