টানা ৫৬ ঘণ্টা হেঁটে বিশ্বরেকর্ড করল

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

68

রাজপথে ক্ষ্যাপাটে ‍ভঙ্গিতে অবিরাম হেঁটে চলেছে মানব সাদৃশ্য এক রোবট। দিন পেরিয়ে রাত হচ্ছে, কিন্তু সেই রোবট বিরামহীনভাবে কেবল হেঁটেই চলছে। ভিড়ভাট্টা, ট্রাফিক সিগন্যাল কিংবা এবড়োখেবড়ো রাস্তা—কিছুই যেন তাকে দমাতে পারছে না এতটুকুও।

কপালে নেই কোনো ক্লান্তির ভাঁজ, শরীরে ঝরছে না এক বিন্দু ঘাম। পথচারীরা অবাক হয়ে দেখল, মানুষ নয়, অথচ মানুষের মতোই দু’পায়ে ভর করে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে রোবটটি।

এমনই এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের অবতারণা করে প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে একটি হিউম্যানয়িড রোবট। টানা ৫৬ ঘণ্টা হেঁটে রোবটটি ইতোমধ্যেই গড়েছে এক অনন্য ইতিহাস।

১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা এই দীর্ঘ যাত্রায় সে পাড়ি দিয়েছে ১০৬ কিলোমিটার পথ। যাত্রাপথে ১৫ বার ব্যাটারি বদল এবং দুবার সামান্য বিরতি ছাড়া সে ছিল একেবারেই দুর্বার। হাইওয়ে থেকে শুরু করে শহরের অলিগলি, সব বাধাই সে পেরিয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে।

বিশ্বরেকর্ড গড়ার পর কৌতুক করে রোবটটি বলেও উঠল- রেকর্ড গড়ে আমি আনন্দিত, তবে হাঁটতে হাঁটতে আমার পা দুটো অবশ্য একটু অবশ হয়ে গেছে! আধুনিক প্রযুক্তির এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে চীনে। দেশটির সুচৌ শহরের ওরিয়েন্টাল গেট থেকে সাংহাইয়ের আইকনিক বন্ড পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে-এজিবট এ২ নামের এই চীনা রোবট।