টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত।
নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদ।
গতকাল ০৯ জানুয়ারি রাতে নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভায় এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক। পরে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদিত হয়।
নতুন কমিটিতে আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন।
সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন এবং মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।
অর্থ সম্পাদক করা হয়েছে এখন টিভির মাসুদ আলমকে। দপ্তর সম্পাদক হয়েছেন নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির রেজাউল করিম রাসেল।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।
সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনী, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম ম্যাক।
এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়