একাধিক সদস্য দেশের আপত্তি ও নানাদিক বিবেচনায় আপাতত টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে দুই স্তরে বিভক্ত করার আলোচনা আলোর মুখ দেখছে না। বরং আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা বাড়ছে। পরের চক্রে টেস্ট খেলুড়ে ১২ দলকেই সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগও পুনরায় চালুর বিষয়ে ভাবছে আইসিসি।
ক্রিকেটের তিন সংস্করণে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজ। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এটি উপস্থাপন করা হয়। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৭-২৯) ১২ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অংশ না নেওয়া আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
ওয়ানডেকে আরও জনপ্রিয় করে তুলতে ফিরতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগও। ২০২৭ সাল থেকে কত দল নিয়ে ওয়ানডে সুপার লিগ হবে, সেটা এখনো জানা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের টুর্নামেন্ট হিসেবেই থাকছে, তবে ভবিষ্যতে এর সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, সহযোগী দেশরা একটি নতুন গ্লোবাল কোয়ালিফায়ার সিস্টেম প্রস্তাব করেছে, যা অলিম্পিক বাছাইপর্বের মতো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়