ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর লাঠিচার্জ ও আটকের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

2

ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর লাঠিচার্জ ও আটকের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিজেদের পেশাগত মর্যাদা রক্ষা এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
​বিক্ষোভের মূল কারণ:
​লাঠিচার্জ ও আটক: ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং বেশ কিছু প্রকৌশলীকে আটক করা হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন।
​ডিগ্রি নিয়ে অযৌক্তিক ব্যবস্থা: প্রকৌশলীদের অভিযোগ, তাদের ডিপ্লোমা ডিগ্রি নিয়ে বিভিন্ন সময় অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের পদক্ষেপ তাদের পেশাগত জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তারা চান, তাদের ডিগ্রির যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হোক।
​তিন দফা দাবি: ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের দীর্ঘদিনের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এই দাবিগুলো হলো-
১. ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর সকল প্রকার অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করা।
২. পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
৩. অবিলম্বে আটককৃত প্রকৌশলীদের নিঃশর্ত মুক্তি প্রদান।
​বিক্ষোভকারীরা জানান, তাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং নিজেদের পেশাগত অধিকার রক্ষার জন্য। তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।