ডিভোর্স দেওয়াকে কেন্দ্র করে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্সকে হত্যাচেষ্টার অভিযোগে এক সেনা সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সেনা সদস্য পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিক বাইন গ্রামের নূর মোহাম্মদের ছেলে সেনা সদস্য মো. আমিরুল ইসলামের সঙ্গে আটঘরিয়া উপজেলার কুষ্টিয়া পাড়ার শাজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলির প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে প্রায় তিন বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর দাম্পত্য জীবনে কলহ দেখা দিলে দুই দফা তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা পুনরায় সংসার শুরু করেন। সম্প্রতি সুলতানা জাহান ডলি সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর আবারও তাদের মধ্যে দাম্পত্য বিরোধ শুরু হয়।
এরই প্রেক্ষিতে চলতি মাসের ৩ জানুয়ারি ডলি সেনা সদস্য আমিরুল ইসলামকে ডিভোর্স দেন। এতে ক্ষুব্ধ হয়ে আমিরুল ডলিকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি ডলির নগ্ন ছবি হাসপাতালের অন্যান্য নার্সের মোবাইলে ছড়িয়ে দিয়ে তার চরিত্র হননের অপচেষ্টা করেন। এসব ঘটনার পর ডলি চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ডিউটি শেষ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় অভিযুক্ত সেনা সদস্য আমিরুল ইসলাম চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রবেশ করেন। এ সময় তিনি দায়িত্ব পালনরত ডলিকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে গলা, পেট ও হাতে একাধিকবার আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ডলির চিৎকারে হাসপাতালের অন্যান্য কর্মীরা ছুটে এসে তাকে জরুরি চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, আহত নার্সকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। পারিবারিক কলহের জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার জানান, এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি সেনা সদস্য হওয়ায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়