ড্যাবের উপদেষ্টা নির্বাচিত ডা. ফিরোজ মাহমুদ ইকবাল নেতৃত্বে নতুন অনুপ্রেরণার প্রত্যাশা

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

27

বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। এ পদে তাঁর মনোনয়নকে ঘিরে রাজনৈতিক ও চিকিৎসক সমাজে দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহের জোয়ার। ডা. ফিরোজ মাহমুদ ইকবাল দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি একজন সৎ, দক্ষ ও ত্যাগী সংগঠক হিসেবে ড্যাবের কর্মসূচি, চিকিৎসক সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

ড্যাবের নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সহকর্মী চিকিৎসকরা। তাঁরা বিশ্বাস করেন, তাঁর প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং অভিজ্ঞতা ড্যাবকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে। ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেন, ড্যাবের এই দায়িত্ব আমার কাছে শুধু একটি সম্মান নয়, এটি জনগণের প্রতি আরও বড় দায়বদ্ধতা। আমি চেষ্টা করব চিকিৎসক সমাজের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করতে।”

ড্যাব পরিবারসহ রাজনৈতিক সহযোদ্ধারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সফলতা কামনা করেছেন। ডা. ফিরোজ মাহমুদ ইকবালের নেতৃত্বে ড্যাব নতুন দিকনির্দেশনা পাবে এমনটাই আশা করছেন চিকিৎসক সমাজ ও বিএনপির নেতাকর্মীরা। তাঁর যোগ্যতা, নিষ্ঠা ও দেশপ্রেম ড্যাবকে আরও অগ্রসর পথে এগিয়ে নেবে, এই শুভকামনাই সবাই জানিয়েছেন।