বরিশালের হিজলা উপজেলায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন— হিজলা উপজেলার পর্বকোড়ালিয়া গ্রামের কবীর আকন ও জব্বার বেপারী। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোখলেচুর রহমান বাচ্চু কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে ভিকটিম চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তাকে টেনেহিঁচড়ে পাশের একটি বাগানে নিয়ে যায় আসামিরা। সেখানে তাকে দুজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে।
তিনি আরও বলেন, পরে ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে তরুণীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে খালের পানির নিচে বেঁধে রাখেন আসামিরা। পরদিন ২৯ জুলাই বিকেলে স্থানীয় শিলনিয়া খাল থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোখলেচুর রহমান বলেন, নিহতের মামা হিজলা থানায় মামলা করেন। মামলার তদন্তে আসামি কবীর আকন ও জব্বার বেপারীর বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে পুলিশ। তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়