জুলাই-আগস্ট ২০২৪-এ নিহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ‘তাদের এই আত্মত্যাগ আমাদের একতা, ন্যায়বিচার ও জাতিকে এগিয়ে নেওয়ার পথকে আরও সুগম করবে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর প্রতিনিধি দল। এ সময় তিনি এসব কথা বলেন।
উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়