০৫ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক করেছেন বগুড়া-৩৭, শিবগঞ্জ-২ আসনের বিএনপির জোট প্রার্থী, নাগরিক ঐক্যের সভাপতি ও দেশের প্রথিতযশা রাজনৈতিক নেতা জনাব মাহমুদুর রহমান মান্না। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, জোটগত রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিবগঞ্জ-২ আসনের রাজনৈতিক কৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়। ডাকসুর সাবেক দুইবারের ভিপি ও চাকসুর সাবেক জিএস হিসেবে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এ বৈঠককে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে শিবগঞ্জসহ বগুড়া অঞ্চলে বিএনপি ও জোট রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। বৈঠকটি রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা দিয়েছে এবং ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে জোটের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়