তাহফাজুল কুরআন নূরানী মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

8

১৫ আগস্ট ২০২৫ শুক্রবার, বগুড়ার শিবগঞ্জে উপজেলার বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাহফাজুল কুরআন নূরানী মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি; জাফর, রায়নগর ইউপির সাবেক সদস্য ও যুবদল নেতা; হাদিউল ইসলাম জিকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল; হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি; এবং হাসিন আরমান মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদল।

বক্তব্যে পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ মেজবাহ সৈকত দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।