 
     বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল শিরোপা জয়ের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছিল বেদনাদায়ক স্মৃতিতে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত আরসিবির (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) শিরোপা উদ্যাপনের সময় ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা—হুড়োহুড়ি ও পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন সমর্থক, আহত হন আরও ৭৫ জন।
বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল শিরোপা জয়ের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছিল বেদনাদায়ক স্মৃতিতে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত আরসিবির (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) শিরোপা উদ্যাপনের সময় ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা—হুড়োহুড়ি ও পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন সমর্থক, আহত হন আরও ৭৫ জন।
ঘটনার পর থেকে নীরব ছিল ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে প্রায় তিন মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলল আরসিবি। এক আবেগঘন বার্তায় তারা জানায়, এতদিন নীরব থাকা ছিল তাদের শোক প্রকাশ ও ভক্তদের পাশে থাকার এক উপায়।
সামাজিক মাধ্যমে দেওয়া সেই বার্তায় লেখা হয়েছে:
সেই দিনটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল। তাই এই দীর্ঘ নীরবতা ছিল আমাদের শোকের অংশ। এই সময়ে আমরা শুনেছি, শিখেছি এবং ভেবেছি। ভক্তদের সম্মান জানাতেই আমরা শুরু করেছি নতুন উদ্যোগ—‘RCB CARES’। এটি কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং সুস্থতা, সেবা ও একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি।
চ্যাম্পিয়ন হওয়ার ১৮ বছরের অপেক্ষা ঘুচলেও সেই উদ্যাপনই কাল হয়ে দাঁড়ায় আরসিবি-ভক্তদের জন্য। ঘটনাটির পর তদন্তে চিন্নাস্বামী স্টেডিয়ামকে বড় ইভেন্ট আয়োজনের জন্য ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। পরবর্তীতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের একটি ভেন্যু হিসেবে বেঙ্গালুরুর বদলে মুম্বাইকে বেছে নেয় আইসিসি। এ ছাড়া মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টও শেষমেশ সরিয়ে নেওয়া হয় মাইসুরুতে। আগামী মৌসুমের আইপিএল ম্যাচ আয়োজনের সুযোগও হারাতে পারে প্রতিষ্ঠানটি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়