
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ মো. সালমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (০২ নভেম্বর) র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সালমান হালিশহর থানাধীন উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।
র্যাব জানায়, সালমান একজন মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজাসহ তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশে গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে শনিবার (গতকাল) বিকেল সাড়ে ৪টায় অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. সালমানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।