ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

78

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আজ (রোববার) থেকে শুরু হয়েছে। নির্বাচনের ক্যাম্পেইন হিসেবে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথির দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তিনি জানান, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন। প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।