দক্ষ ও সত্যবাদী সাংবাদিক নুরুল আমিনের রহস্যময় মৃত্যু

: শাহরিয়া (স্টাফ রিপোর্টার) কুমিল্লা
প্রকাশ: ২ মাস আগে

3

মাত্র ১৫ দিন আগে ফেসবুক লাইভে নিজের শত্রুতার আশঙ্কার কথা জানিয়েছিলেন নুরুল আমিন। আজ সেই আশঙ্কা সত্যি করে দৈনিক প্রাণের বাংলাদেশ এর উখিয়া প্রতিনিধি নুরুল আমিন আর নেই মৃত্যুর পরিণতিতে পর্দা নেমেছে এক প্রতিবাদী কণ্ঠস্বরের জীবনে।

গতরাতে গাড়িতে করে কক্সবাজারে পৌঁছান তিনি। আর সকালে সৈকতের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা খুঁজে পান বালুখালীর মৃত জুনু মিয়ার সন্তান নুরুল আমিনের নিথর দেহ। পেশায় তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন, পাশাপাশি লেখালেখি ও সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছিলেন সরব।

স্থানীয়দের ভাষায়, নুরুল আমিন ছিলেন সাহসী ও মানবিক মানুষ সবসময় অন্যায়ের প্রতিবাদ করতেন এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতেন। যদিও তার বড় ধরনের কোনো শত্রুতার খবর জানা যায়নি, তবুও মৃত্যুর ঘটনাটি ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তার মৃত্যুর পরও দেখা গেছে তার ফেসবুক আইডি সক্রিয়। সর্বশেষ ৫৫ মিনিট আগে অনলাইনে থাকার রেকর্ড পাওয়া গেছে। এটি স্পষ্ট প্রমাণ করে যে, তার ব্যবহৃত মুঠোফোন খুনিচক্রের দখলে রয়েছে।

একজন সত্যবাদী ও নির্ভীক সাংবাদিকের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা জোর দাবি জানাই নুরুল আমিনের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করা হোক এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী নিরাপদ রাখার স্বার্থেই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত অপরিহার্য।