
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।