দাথিয়া কয়রাপাড়ায় পূর্বশত্রুতার জেরে ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 4 days ago

54

পাবনার চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের দাথিয়া কয়রাপাড়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দাথিয়া কয়রাপাড়া গ্রামের মৃত আতোয়ার রহমানের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আসলাম প্রামাণিকের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি ক্রয়কৃত একটি জমির পাশে থাকা খেজুর গাছের মালিকানা নিয়ে আতোয়ার রহমানের স্ত্রী আনোয়ারা খাতুনের সঙ্গে আসলাম প্রামাণিকের বাকবিতণ্ডা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে আসলাম প্রামাণিকসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতোয়ার রহমানের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির একাধিক ঘর ভাঙচুর করে এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে।
হামলাকারীরা আতোয়ার রহমানের স্ত্রী আনোয়ারা বেগমকে মারধর করে এবং তার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পাশাপাশি ছেলেদের পাঠানো ঘরে সংরক্ষিত নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর চাটমোহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।