দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 weeks ago

79

অভূতপূর্ব গতির পরীক্ষায় নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির গবেষকদের তৈরি করা একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না। অর্থাৎ, সচেতন না থাকলে আপনি বোঝার আগেই ট্রেন অতিক্রম করবে। খবর এনডিটিভির।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা চৌম্বক শক্তিনির্ভর এই ট্রেনটির ওপর পরীক্ষা চালান। এক হাজার টনেরও বেশি ওজনের ট্রেনটিকে এত উচ্চ গতিতে পরিচালনা করার পাশাপাশি সফলভাবে ও নিরাপদে থামাতেও সক্ষম হন তারা।

পরীক্ষাটি চালানো হয় বিশেষ ম্যাগলেভ ট্র্যাকে। এই সাফল্যের মাধ্যমে ট্রেনটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গত ৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু চোখের পলক ফেলার আগেই সেটি দ্রুতগতিতে তাদের পাশ দিয়ে ছুটে চলে যায়।

এই ম্যাগলেভ ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের সাহায্যে চলে। ফলে এর চাকার সঙ্গে রেললাইনের সরাসরি কোনো সংযোগ থাকে না। চৌম্বক বলের কারণে ট্রেনটি ভেসে থেকে ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে, যা এত উচ্চ গতি অর্জনের মূল কারণ।

গবেষকদের মতে, ট্রেনটির গতি ও শক্তি এতটাই বেশি যে ভবিষ্যতে এর প্রযুক্তি ব্যবহার করে রকেট উৎক্ষেপণেও সহায়তা নেওয়া যেতে পারে। আর যদি এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু করা যায়, তবে অল্প সময়েই এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য বাস্তবতায় রূপ নিতে পারে।