দুবাই থেকে উধাও এশিয়া কাপ ট্রফি!

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
এশিয়া কাপ ট্রফি নিয়ে নতুন বিতর্ক শুরু। ছবি : সংগৃহীত

13

ভারতের জয়ের এক মাস পার হলেও এখনও হাতে নেই এশিয়া কাপ ট্রফি। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দলের কাছে এখনও পৌঁছায়নি স্বর্ণালঙ্কার। তবে এখন খবর মিলেছে, এশিয়া কাপের ট্রফিটি বর্তমানে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি এখন আবুধাবিতে কোনো অজানা স্থানে রাখা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ‘কয়েক দিন আগে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সদর দফতরে গেলে জানানো হয়, ট্রফিটি সরানো হয়েছে এবং মহসিন নকভির তত্ত্বাবধানে অন্য কোথাও রাখা আছে।’

এর আগে ট্রফিটি আইসিসি একাডেমি কমপ্লেক্সে দুবাইয়ের এসিসি অফিসে সেফে লক করা হয়েছিল, সেটিও নকভির নির্দেশেই। তিনি বলেছিলেন, ‘আমার অনুমোদন ছাড়া ট্রফি সরানো যাবে না।’

এ ঘটনা ভারতের কাছে ট্রফি হস্তান্তরের বিতর্ককে আরও জটিল করে তুলেছে। ফাইনাল জয়ের পর ভারত ট্রফি সরাসরি নকভির কাছ থেকে গ্রহণ করতে অস্বীকার করেছিল। এরপর থেকে এসিসি সভাপতি বিভিন্ন শর্ত দিয়েই ট্রফি হস্তান্তরের কথা বলছেন। নকভি এখনও প্রস্তাব দিয়েছেন, ট্রফি হস্তান্তর শুধুমাত্র এক বিশেষ আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে হবে এবং কোনো ভারতীয় খেলোয়াড় উপস্থিত থাকতেই হবে।

এদিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে এসিসিকে ট্রফি হস্তান্তরের জন্য অনুরোধ করেছে, যাতে বিষয়টি সম্পূর্ণভাবে সমাধান করা যায়। তবে মহসিন নাকভির এই আচরণ ক্রিকেট মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এ মুহূর্তে দেখা যাচ্ছে, ট্রফি বিতর্কের এ নাটকীয় অবস্থা এখনও শেষ হয়নি, এবং নতুন খবর অনুযায়ী এটি আবুধাবির অজানা স্থানে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।