শারদীয় দুর্গাপূজার সঙ্গে গাঁজা ও মদকে জড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। অনতিবিলম্বে তার এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা তার ধর্ম অবমাননাকর বক্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন হিন্দু সম্প্রদায়সহ তাবৎ ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন, অন্যদিকে নিজেকে একজন সাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে জনগণের সামনে তুলে ধরেছেন।
বিবৃতিতে ঐক্য পরিষদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়, শারদীয় দুর্গাপূজাসহ হিন্দু সম্প্রদায়ের সব ধরনের ধর্মাচার ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে ‘গাঁজা বা মদ’ ইত্যাদির কোনো সম্পর্ক নেই।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়