 
     আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সভায় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সভায় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌর মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন কালীবাড়ি পূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ মৈত্র। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল সাহা, তাপস বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি তিথি রানি, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, স্বাধীন বাংলাদেশে সব মানুষের সমান অধিকার আছে। কে কোন ধর্মের এটা না দেখে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়