দেশের জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে : সালাহউদ্দিন

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 weeks ago

53

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে। স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষালয়, মেধাবী জাতি গড়ার কেন্দ্র আর শিক্ষকরা হবেন জাতি গড়ার কারিগর।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নে ‘পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ’ (সাবেক গুলদি পেকুয়া মডেল বিদ্যাপীঠ)-এর উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল প্রয়োজন। আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশ বা টিনের বেড়া ছিল, কিন্তু পড়ালেখা ছিল অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলেন। যেখান থেকে মেধাবী জাতি উপহার পেয়ে থাকেন রাষ্ট্র। কারণ শিক্ষিত জাতি হচ্ছে উন্নত দেশের ভবিষ্যৎ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচএম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদ প্রমুখ।

‎বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ দুই দিনের সফরে তার নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া আসেন। গত ২ জানুয়ারি সকালে আকাশ পথে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন, পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠানে যোগ দেন।