কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার, নিকলী (কিশোরগঞ্জ) এর সিনিয়র অবজারভার আখতার ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি দুর্ভোগে পড়েছেন। খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রায়ও এর প্রভাব পড়ছে।
আখতার ফারুক বলেন, রোববার নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়