পাবনার চাটমোহরে শিশু শিক্ষার্থীকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহিনকে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুনাইগাছা নাগরিক সমাজ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে চারটায় চাটমোহর-ভাঙ্গুরা সড়কের গুনাইগাছা খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর কিছু অসাধু ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা শিশুটির পরিবারকে নানাভাবে চাপ দিচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল দেন-দরবার করছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা আরও বলেন, ধর্ষক শাহিনকে যদি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি—বিশেষ করে ফাঁসির ব্যবস্থা—না করা হয়, তবে ভবিষ্যতে এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এতে করে কোনো শিশুই আর নিরাপদ থাকবে না। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে গুনাইগাছা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মারুফ হাসান। এসময় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, হাফিজুর রহমান, বাঁশি, ভাই কাস্ত্রো সাগরসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি অনতিবিলম্বে শাহিনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়