ধানের শীষের ভোট চেয়ে ট্রাক প্রতীকে মাঠে নামলেন রাজা

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

80

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। তিনি পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে নির্বাচন করবেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর (ভিপি নুর), কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. সোহানুর রহমান সাধ মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে জানান, আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা গণঅধিকার পরিষদের মনোনয়নে ট্রাক প্রতীক নিয়ে পাবনা-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পাবনা-৩ এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান। তিনি ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার অবস্থান নেন।
পরবর্তীতে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনকে পাবনা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হলে, স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনে নামেন রাজা। বিএনপির পক্ষ থেকে তাকে গুরুত্ব না দেওয়ায় তিনি স্বতন্ত্র ও স্থানীয় প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৩ আসন থেকে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৭ হাজার ভোট লাভ করেন।