ধানের শীষে ভোট দিয়ে রাজাকার আলবদরের দেশ থেকে বিতাড়িত করবো বলেন-আনিসুর রহমান আনিস

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: 6 days ago

64

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন। তিনি বলেন,’৭১ এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাজাকার আলবদরদের দেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। তিনি অদ্য ৯ জানুয়ারি বিকেল ৪ টায় বাউফলের দাসপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে খেজুর বাড়ুয়া বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী -২ বাউফল আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাং, ছাএদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফাহদ প্রমুখ।

পরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।।