
অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এই মানবিক কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তার পাশে থেকে সাহায্য করেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সেরা জীব। যিনি মারা গেছেন তিনি মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি। তার আত্মীয়স্বজনের কোনো সন্ধান না পেয়ে তার দাফনের ব্যবস্থা করি। তিনিও একজন মানুষ ছিলেন। তাই ধর্মীয় রীতিনীতি মেনে তার শেষ কাজ সম্পন্ন করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজীপুর গুচ্ছগ্রামের খোলার মাঠে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তি ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশাদুল ইসলাম রাজুকে জানান।
পরে তারা ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ওসির সহায়তায় দ্রুত দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ মানবিক কাজে সহযোগিতা করেন ওসি মনিরুল ইসলাম, ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তি, স্বেচ্ছাসেবক নেতা রাশাদুল ইসলাম রাজু, সাইদুর রহমান জনি এবং স্থানীয় এলাকাবাসী।
ওসি মনিরুল ইসলাম বলেন, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শুক্রবার সকালে আনুমানিক ৯টার দিকে মারা যান। পরে তার পরিচয় শনাক্তের জন্য র্যাবকে খবর দেওয়া হয়। তারা এসে অনেক চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে মানবিক দিক বিচার করে স্থানীয়দের সহায়তায় মরদেহের দাফনের ব্যবস্থা করি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়