নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র্যাব। সেই সাথে পাচারকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়ারা হলেন ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের হিন্দু দেবী পার্বতীর মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করত। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথরের দেবী পার্বতীর মূর্তি উদ্ধার করা হয়। ২৪ দশমিক ৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫ দশমিক ১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।
পরে এ মূতিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়