পাবনার বেড়া উপজেলায় নকল দুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত একটি দুগ্ধ কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে বেড়া উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় জয়দেব ঘোষের মালিকানাধীন একটি দুগ্ধ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয় এবং কারখানার মালিক জয়দেব ঘোষকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। অভিযানে সহযোগিতা করেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র রায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় নকল দুধ উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আসামি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল দুধ উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি স্বীকার করেন।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় জয়দেব ঘোষকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রায় ঘোষণার পর আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়