নদীতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

71

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ঢেউয়ের তোড়ে ট্রলার উল্টে নিখোঁজ ইমরান শরীফের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে নদীর কচুয়া মুন্সিবাড়ি পয়েন্টে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

ইমরান শরীফের চাচা চন্দ্রদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের রায়সাহেব এলাকার সাবেক মেম্বর আব্দুস ছালাম শরীফ বলেন, তিন দিন পরে নদীর একই পয়েন্টে ইমরানের মরদেহ ভাসতে দেখা যায়। আজ ভোরে ৪টার দিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ পাওয়ার পরে প্রশাসনকে অবহিত করেছি। নিহত ইমরানের বিষয়ে কারও প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইমরানের শিক্ষক মো. সানাউল তালুকদার বলেন, পরিবারের নানা প্রতিকূলতা পেরিয়ে ইমরান দুর্গম নদী পার হয়ে নিজেকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। ভালো মনের ও পড়াশোনায়ও ভালো ছিল সে। তার এ মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

কালাইয়া বন্দরের নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, নিখোঁজের পর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরিবারের লোকজন আজ ভোর ৪টার দিকে তার মরদেহ খুঁজে পেয়েছে বলে জেনেছি।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নিমদী ঘাট থেকে কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকার বরফ কলের উদ্দেশে যাওয়ার পথে ঝোড়ো বাতাসে তেঁতুলিয়া নদীর ঢেউয়ের তোড়ে ট্রলার উল্টে নিখোঁজ হয় ইমরান।