নাটোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে টিন ও অর্থ বিতরণ

: চলনবিলের সময়
প্রকাশ: 6 months ago

69

জেলার সিংড়া উপজেলায় আজ বিগত বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৮টি পরিবারের মধ্যে ঢেউ টিন ও অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা হস্তান্তর করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৮৪ বান্ডিল ঢেউ টিন এবং দুই লাখ ৫২ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্থদের মধ্যে হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।