নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

: কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: 6 days ago

44

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অদূরে সাগরে বোট ডুবিতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন কুতুবদিয়ার বড়ঘোপের অমজাখালীর জশির আলমের ছেলে বোটের মাঝি এহেছান ও আলী আকবর ডেইলের বাসিন্দা লেড়ু। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অমজাখালী মাহামুল করিমের পুত্র কিশোর ফয়সাল। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বোটের মালিক বড়ঘোপ ইউনিয়নের অমজাখালির বাসিন্দা মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ফিশিং বোটটি মাছ ধরতে যায়। ৮ জানুয়ারি রাতে মাছ ধরতে জাল ফেলানো হয়। এ সময় নোঙরের সঙ্গে আটকে বোটটি ডুবে যায়। বোটে থাকা ৮ জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলে নিখোঁজ হন তিনজন।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, বোট নিখোঁজ ও দুজনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।