
নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে না পারায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বিকেল ৫টা নির্ধারিত থাকায় সময়সীমা অতিক্রম করায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ বিষয়ে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু হিরো আলম নির্ধারিত সময়ের মধ্যে কার্যালয়ে উপস্থিত না হওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।
এর আগে একই দিন দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে আমজনতা পার্টির মনোনয়নে মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম। মনোনয়নপত্র জমা না নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফরম পূরণ করতে কিছুটা বেশি সময় লেগে যায়। ফলে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পরে তিনি কার্যালয়ে পৌঁছান এবং তখন মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।
এ ঘটনায় বগুড়া-৪ আসনে হিরো আলমের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।