ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেগুলোর সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের কাগজপত্র আবেদন চলছে, সবই ভুয়া। নির্বাচন কমিশন এখনও সাংবাদিকদের জন্য কোনো ধরনের সার্কুলার প্রকাশ করেনি।
তিনি আরও জানান, একটি অ্যাপস পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে কিছুদিন ব্যবহৃত হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। অ্যাপসটি যদি চূড়ান্ত করা হয়, তাহলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে বিস্তারিতভাবে গণমাধ্যমকে জানাবে, বলেন তিনি।
এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়