
পটুয়াখালীর দুমকিতে ছাত্রলীগ নেতার সঙ্গে ছবি থাকার অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাকিব হোসেন বাবু (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। তাকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুমকী উপজেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
আটক রাকিব হোসেন বাবু মুরাদিয়া ইউনিয়নের সাত্তার সন্নামতের ছেলে। দুুমকি থানার এসআই তৌহিদের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম গভীর রাতে বাবুকে ছাড়ানোর জন্য থানা গেলেও পুলিশ তাকে ছাড়ে নাই।
স্থানীয় সূত্র জানায়, রাকিব হোসেন বাবু ২০১৬ সালে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে বিজ্ঞানবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সাল থেকে তিনি ঢাকার সায়েদাবাদ এলাকায় একটি ডলফিন পরিবহন নামক বাস কাউন্টারে চাকরি করতেন। ছুটিতে তিন-চার দিন আগে গ্রামে আসেন বলে জানা গেছে।
এ বিষয়ে দুমকী থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।